ফৌজদারি অপরাধে জড়িত আমলাদের ছাড় দেওয়া হচ্ছে না: রিজওয়ানা হাসান
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিগত সরকারের আমলে যেসব আমলা বিভিন্ন অপকর্মের সহযোগী ছিলেন তাদের ছাড় দেওয়া হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, অনলাইন: ফৌজদারি অপরাধে জড়িত প্রশাসনের আমলাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত করতে হয়। সেই তদন্তের কাজ শেষে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অনেককে চাকরি থেকে সরানো হয়েছে, কাউকে কাউকে ওএসডি করা হয়েছে এবং কেউ কেউ এমনকি কারাগারেও গেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিগত সরকারের আমলে যেসব আমলা বিভিন্ন অপকর্মের সহযোগী ছিলেন তাদের ছাড় দেওয়া হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এই উপদেষ্টা বলেন, প্রশাসনের স্বাভাবিক গতি ঠিক রেখে একই সঙ্গে ঢেলে সাজানোর কাজটিও করা হচ্ছে। যেহেতু সরকারকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এগোতে হয়, তাই সরকার সেই প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করছে।
ব্রিফিংয়ে সরকারের নানান উদ্যোগের কথা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন।