রওনক হাসানের ‘ডায়েরি অব জেনোসাইড’

মহান শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র

 রওনক হাসানের ‘ডায়েরি অব জেনোসাইড’
 রওনক হাসানের ‘ডায়েরি অব জেনোসাইড’-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : মহান শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন অভিনেতা রওনক হাসান। ‘ডায়েরি অব জেনোসাইড’ নামে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি রচনা করেছেন হাসনাত বিন মাতিন। এর মূল ভাবনায় আমিনুল ইসলাম ইমন। ‘ডায়েরি অব জেনোসাইড’ পরিচালনা করেছেন সৌরভ কুন্ডু।

এতে অভিনয় প্রসঙ্গে রওনক হাসান জাগো নিউজকে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘ডায়েরি অব জেনোসাই ‘। এ স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি ইতিহাসের দলিল হয়ে থাকবে বলে আমি মনে করছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এই ধরনের কাজ আরও বেশি বেশি হওয়া দরকার।

আপ স্টুডিওর ব্যানারে নির্মিত এটির প্রযোজনা করেছেন হামিদুল হাসান নবীন। এতে আরও অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি, জে. আই মোহসান, বিপুল, টিপু, আনিকা তাবাসসুম ও ইমতিয়াজ।

নির্মাতা বলেন, ‘বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এটি নির্মাণ করেছি। বাঙালি জাতিকে মেধাহীন করার জন্য পাকিস্তানিরা এদেশের দেশদ্রোহীদের সহযোগিতায় যে হত্যাযজ্ঞ চালায় তারই রেশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছোট্ট এই কাজের মধ্য দিয়ে।’

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ‘ডায়েরি অব জেনোসাইড’ আপ স্টুডিও প্রডাকশন হাউস অ্যান্ড পাবলিকেশনের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom