যশোরে রাসেল হত্যার আসামি এনামুলের মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, যশোর : যশোরে চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার আসামি এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শার্শা উপজেলার পাকশিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে থানা পুলিশ।
নিহত এনামুল যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি যশোরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ রাসেল হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মোজাফফার হোসেন বলেন, ওইদিন রাত ৮টার দিকে শার্শা উপজেলার নিজামপুর পাকশিয়া বাজারের পার্শ্ববর্তী এলাকায় এনামুল হকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা শার্শা থানায় খবর দেয়। এরই ভিত্তিতে শার্শা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সকালে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।