যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন আবারও স্থগিত

নির্বাচন বোর্ডের আহ্বায়ক ও সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ আজ বৃহস্পতিবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেন।

যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন আবারও স্থগিত
যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন আবারও স্থগিত

প্রথম নিউজ, যশোর: আদালতের নির্দেশে এবারও স্থগিত হলো যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। নির্বাচন বোর্ডের আহ্বায়ক ও সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ আজ বৃহস্পতিবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেন। আগামী শনিবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ব্যবসায়ী ঐক্য পরিষদ ও ব্যবসায়ী অধিকার পরিষদ নামে দুটি প্যানেল ভোটযুদ্ধে মাঠে নামে। প্রার্থীরা এক মাস ধরে প্রচার–প্রচারণা চালিয়েছেন। কিন্তু দুই দিন আগে নির্বাচন স্থগিত হলো।

নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি সূত্রে জানা গেছে, মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসান (ভোটার নম্বর-৬৪২) গতকাল বুধবার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। বিচারক সুজাতা আমিন স্থগিতাদেশ ও বিবাদীদের এক কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেন। আজ বিকেল চারটায় আদালতের ওই আদেশের কপি জেলা প্রশাসকের দপ্তরে, অর্থাৎ জেলা প্রশাসনের নির্বাচন বোর্ডের কার্যালয়ে পৌঁছায়।

বাদী মেহেদী হাসান মামলায় অভিযোগ করেন, ইতিমধ্যে প্রকাশিত ভোটার তালিকায় ৩০০ জনের অধিক ভোটারের হালনাগাদ কোনো আয়কর সনদ নেই। তাঁরা আয়কর সনদের মূল কপি দাখিল না করে ভোটার হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন, যা বেআইনি। এসব অভিযোগ এনে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিলে তা গ্রহণ না করায় আদালতে মামলা করেন তিনি।

নির্বাচন বোর্ডের আহ্বায়ক ও সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ বলেন, নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের আগে দুই প্যানেলের প্রার্থীদের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠক শেষে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, চেম্বারের প্রশাসক রফিকুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করে আদালতের আদেশ মেনে আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিতাদেশের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১২ সালের ৩ মার্চ মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব বুঝে পায়। ২০১৪ সালের ২৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ওই বছরের ১২ জুলাই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচন ভেস্তে যায়। ২০১৪ সালের ১ ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির দায়িত্বপালন করছেন একজন প্রশাসক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom