যুদ্ধবিরতির আলোচনা শেষে সৌদি আরব ছাড়লো হুথি প্রতিনিধি দল
প্রথম নিউজ, ডেস্ক : সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার পর সৌদি আরব ছেড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল। সৌদি কর্মকর্তাদের সঙ্গে পাঁচ দিনের আলোচনার পর রিয়াদ ছেড়েছেন তারা। ইয়েমেনের সংঘাত অবসানে যুদ্ধবিরতি চুক্তির জন্য এই আলোচনা প্রক্রিয়া চলছে। শিগগিরই তারা আবার আলোচনায় বসবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ও হুথিদের পরিচালিত সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হুথিদের আল মাসিরাহ টিভি জানিয়েছে, সৌদি আরবে আলোচনা পর মঙ্গলবার হুথি প্রতিনিধি দল ও ওমানের মধ্যস্থতাকারীরা ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছেন।
দুটি সূত্র জানিয়েছে, বিদেশি সেনা প্রত্যাহার ও সরকারি কর্মীদের বেতন প্রদানের প্রক্রিয়াসহ হুথি ও সৌদি আরবের মধ্যে কয়েকটি প্রধান বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। শিগগিরই তারা আবার আলোচনায় বসবেন।
হুথি নিয়ন্ত্রিত বন্দর ও সানা বিমানবন্দর পুনরায় চালু করা, পুনর্গঠনের প্রচেষ্টা ও বিদেশি বাহিনীকে ইয়েমেন ছাড়ার সময়সীমা আলোচনায় গুরুত্ব পেয়েছে।
এই আলোচনা ইয়েমেনি সরকার ও দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত বন্ধ এবং রাজনৈতিক শান্তি ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে সৌদি আরব পৌঁছায় হুথি প্রতিনিধি দল। এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক সফর ছিল।
২০১৪ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ লড়াই শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।