ময়মনসিংহে ওয়ার্ড বিএনপির মিছিলে জনতার ঢল
প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানি পরিবহন ও দ্রব্য মূল্যবৃদ্ধি এবং দুই নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। বুধবার (২২ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় চায়না মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী মিছিলে অংশ গ্রহন করেন। ফলে এক পর্যায়ে মিছিলটিতে জনতার ঢল নামে।
মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এম.এ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, কায়কোবাদ মামুন’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতারা
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews