বিয়েবাড়ি থেকে ফেরার পথে পরপারে বাবা-ছেলে
গোদাগাড়ীর দেওয়াপাড়া ইউনিয়নের হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১ টার দিকে গোদাগাড়ীর দেওয়াপাড়া ইউনিয়নের হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, গোদাগাড়ী দেওয়াপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৬৫) ও আব্দুস সালামের ছেলে মো. ইব্রাহিম (৩৫)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১টার দিকে বিয়েবাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুস সালাম ও তার ছেলে ইব্রাহিম। পথে বেপরোয়া গতিতে আসা বিপরীতমুখী ঢাকাগামী বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনায় নিহতের স্বজনরা এখনও লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের হবে বলেও জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: