মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রথম নিউজ, ঢাকা: সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চায় না, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিডং পাহাড়ে মাসখানেক ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সংঘর্ষ ও গোলাগুলি চলছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি এরই মধ্যে কয়েকবার বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষে কী জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো যুদ্ধ করতে চাচ্ছি না। আমরা শন্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করবো। আজকের সিচুয়েশন সেখানে গোলা-বারুদ কমে গেছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘গতকাল (শনিবার) আমি বলেছি, বাবুল আক্তার একজন চতুর ব্যক্তি। আমি আর কিছু বলিনি। অভিযোগ উঠেছে, সেটা তদন্ত হবে, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। তদন্তে যদি সঠিক ব্যবস্থা হয় আমরা সেটা দেখবো। সঠিক না হলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’
গত বছর দুর্গাপূজা ঘিরে কুমিল্লায় অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সামনে নির্বাচন। এবার দুর্গাপূজা ঘিরে আলাদা করে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না— জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আজকে মিটিংটা সেই কারণেই। দ্বিতীয় কথা হলো বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে থাকবে। সবাই যার যার ধর্ম পালন করবে। আমাদের প্রধানমন্ত্রীর যে উক্তি ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশে সেটাই চলে আসছে। সবার মধ্যে সম্প্রতিভাবটা যেন অটুট থাকে, সেজন্য আমাদের প্রচেষ্টা। আজকের মিটিংয়ের উদ্দেশ্যও সেটা।’
পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থাগুলোর কোনো তথ্য আছে কি না— এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা সংস্থার আমাদের কাছে তেমন কোনো খবর নেই। কোনো খবর পেলে নিরাপত্তা বাহিনী সেভাবে ব্যবস্থা নেবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে। এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে। আমরা বলেছি, প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews