মিয়ানমারের জান্তা সরকারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
মিয়ানমারের সামরিক জান্তা ব্যবহার করে যেসব সরঞ্জাম, তা সরবরাহকারী একটি কোম্পানি এবং দু’জন ব্যক্তির বিরুদ্ধে সোমবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বৃটেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা ব্যবহার করে যেসব সরঞ্জাম, তা সরবরাহকারী একটি কোম্পানি এবং দু’জন ব্যক্তির বিরুদ্ধে সোমবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বৃটেন। একটি কোম্পানি ও পরিচালক রয়েছেন এই নিষেধাজ্ঞার আওতায়। তারা মিয়ানমারের বিমান বাহিনীকে বেসামরিক চলাচলের জন্য জ্বালানি সরবরাহ দিয়ে থাকে। দ্বিতীয় একটি কোম্পানির পরিচালক আছেন এই নিষেধাজ্ঞায়। এই কোম্পানিটি পণ্য ও প্রযুক্তি সরবরাহ দিয়ে থাকে সেনাবাহিনীকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই নিষেধাজ্ঞার ফলে বৃটেনের যেকোনো ‘এনটিটির’ সঙ্গে যেকোনো রকম আর্থিক চুক্তি করা নিষিদ্ধ। বৃটেন ভ্রমণের ক্ষেত্রে নিষিদ্ধ থাকবে সংশ্লিষ্টরা। বৃটেনের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান বলেছেন, মিয়ানমারের জনগণের বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে যে নৃশংসতা চালাচ্ছে সেনাবাহিনী তার নিন্দা জানায় বৃটেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: