মেহেরপুরে নৌকার নির্বাচনী অফিসে আগুন 

আগুনে ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও পুলিশের একটি টিম।

মেহেরপুরে নৌকার নির্বাচনী অফিসে আগুন 

প্রথম নিউজ, মেহেরপুর: মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগরের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আগুনে ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও পুলিশের একটি টিম। জানা গেছে, রাত ১২টার পর অফিস পরিচালক শরিফুল ইসলাম ও অন্যান্য লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর ৪টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন স্থানীয়রা। পরে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে অফিসের ব্যানার, পোস্টার ও বেশ কিছু চেয়ার পুড়ে ছাই হয়ে যায়। তবে কে বা কারা এ আগুন দিয়েছে নিশ্চিত নয় স্থানীয় লোকজন।

নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কর্মী শরিফুল ইসলাম ও মারফুল ইসলাম বলেন, আমরা নৌকার নির্বাচনী অফিস করেছি। আমাদের পাশেই স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক) অফিস করা হয়েছে। রাতে অফিস থেকে ভোটার ও কর্মীরা বাড়ি চলে গেলে আমরাও বাড়ি চলে যাই। ভোরের দিকে অফিসে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন চিৎকার করে এবং আমাদের খবর দিলে আমরা ছুটে আসি। পরে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি তাৎক্ষণিক নৌকার প্রার্থী ডা. নাজমুল হক সাগরকে অবহিত করলে তিনিও ছুটে আসেন।

রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু বলেন, কারা এ ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নৌকার প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগর বলেন, শান্তিপূর্ণ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু কুচক্রীরা নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। এভাবে অফিস পুড়িয়ে আওয়ামী লীগের প্রার্থীকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই। 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে ।