মিশিগানে জেমসের কনসার্টে প্রবাসীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে নর্থ অ্যামেরিকান-বাংলাদেশি মেলার শেষ দিনে নগর বাউল জেমসের কনসার্ট উপভোগ করেছেন প্রায় ২০ হাজার দর্শক। এছাড়া কনসার্টে পারফর্ম করেন সংগীত শিল্পী রিজিয়া পারভীন ও প্রবাসী শিল্পী পৃথা দেবসহ নিউইয়র্কসহ মিশিগানের একঝাঁক শিল্পী।
স্থানীয় সময় রোববার (৩০ জুলাই) রাতে ডেট্রয়েট বাংলাটাউন জেইন ফিল্ডে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এদিন ছিল ২২তম নর্থ অ্যামিরিকান-বাংলাদেশি ফ্যাস্টিভালের শেষ দিন।
নগর জীবনের ব্যস্ততা ভুলে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির আবহে সময় কাটাতে পেরে সন্তুষ্ট বাংলাদেশি প্রবাসীরা। মিশিগানে আয়োজিত নর্থ অ্যামিরিকান মেলায় আনন্দমুখর সময় পার করেন তারা। মেলায় অংশ নেয় বাংলাদেশি ঐতিহ্যবাহী মৃৎ শিল্প, কুটির শিল্প, শাড়ি-গহনা এবং দেশীয় খাবারের ৯০টি স্টল।
মেলার তৃতীয় ও শেষ দিনে জেমসের কনসার্ট উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল বেশ উদ্দীপনা। কনসার্ট শুরু হওয়ার আগেই জনসমুদ্রে পরিণত হয় মেলা চত্বর। পার্শ্ববর্তী স্টেট ওয়াহিও, ইন্ডিয়ানা স্টেট থেকেও অনেক দর্শক এসেছিলেন। কানাডা থেকেও জেমসের কনসার্টে অনেকে এসেছিলেন।
স্থানীয় সময় রাত ১০টায় মঞ্চে আসেন জেমস। এসময় তুমুল চিৎকার ও করতালিতে ‘গুরু জেমস’কে স্বাগত জানান হাজারো দর্শক। জেমস ১১টি গান গেয়ে মাতিয়ে তোলেন দর্শক হৃদয়। এসময় দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউল জেমসের সঙ্গে।
‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গান দিয়ে কনসার্ট শুরু করেন জেমস। অনুষ্ঠানে জেসম দর্শকদের আরও গেয়ে শোনান ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মিরাভাই’, ‘পাগলা হাওয়ার তরে’, ‘দুষ্টু ছেলের দল’, ‘তারায় তারায় রটিয়ে দেব’, ‘ওরে তারা রাতের তারা’র মতো জনপ্রিয় গান।
সবশেষে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি। এ গানের সুরের যাদুতে মুহূর্তে দর্শকরা হারিয়ে যান অন্য জগতে। আর এ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় জেমসের কনসার্ট।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য অভিনেত্রী রিচি সুলায়মান ও শারমিন সিরাজ সোনিয়া। অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবক্কর হানিফ। ডেট্রয়েট সিটি কাউন্সিলর স্কাট বেনসন। অনুষ্ঠানে আকিকুল হক শামীম, সৈয়দ রায়হান, খালেদ আহমেদ, নাসির সবুজ, সাকের উদ্দিন সাদেকসহ আয়োজক কমিটির অনেকে বক্তব্যে দেন।