শাকিব ও নিশোর মধ্যে কাকে চান ইধিকা
প্রথম নিউজ, ডেস্ক : কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’র হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটল। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন এ নায়িকা। অনেকেই তাকে এখন ভালোবেসে ‘প্রিয়তমা’ বলে ডাকে।
সম্প্রতি বাংলাদেশ সফরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ইধিকা। সেখানে ‘প্রিয়তমা’ প্রসঙ্গ ও নিজের আগামী দিনের ভাবনা নিয়ে কথা বলেন। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম ছবিতেই এতবড় সফলতা পাব ভাবিনি। যেহেতু সিনেমায় শাকিব খান আছেন সেহেতু সিনেমা হিট হবে জানতাম কিন্তু ব্লকবাস্টার হবে সত্যিই তখন অতটা কল্পনা করিনি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরী, পরীমণি, অপূর্ব, নিশো, অপু বিশ্বাসকে চিনি। বাংলাদেশের কিছু কিছু নাটক দেখেছি। পরীমণিকে দেখেছিলাম একটি অ্যাওয়ার্ড শোতে। এছাড়া তার দু-একটি কাজও দেখা হয়েছে।’
এবার সঞ্চালক তাকে প্রশ্ন করেন, ধরুন একই সময়ে আপনাকে শাকিব খান ও আফরান নিশোর বিপরীতে অভিনয় করার প্রস্তাব করা হলো—এরমধ্যে বেছে নিতে হবে একজনকে, তাহলে কাকে বেছে নেবেন? জবাবে ইধিকা বলেন, ‘যেহেতু একসঙ্গে দুজনকে নেওয়া যাবে না সেক্ষেত্রে শাকিব খান।’
সিনেমা শুরুর আগে শাকিবের সঙ্গে ইধিকার জুটি নিয়ে বেশ কিছু বিতর্ক ছিল। বিষয়টি জানতেন এই অভিনেত্রী। ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে তাকে মানাবে কি না এমনও প্রশ্ন তৈরি হয়েছিল তখন। কিন্তু সেই সকল বিতর্ককে পেছনে ফেলে পর্দায় দারুণ কিছু উপহার দিয়েছেন ওপার বাংলার এই তারকা।
উল্লেখ্য, আরশাদ আদনানের প্রযোজনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবি ‘প্রিয়তমা’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।