মশা নিয়ন্ত্রণে সহযোগিতা চান আতিকুল

নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার

মশা নিয়ন্ত্রণে সহযোগিতা চান আতিকুল
মেয়র আতিকুল ইসলাম

প্রথম নিউজ, ঢাকা: আসন্ন মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সকল নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
 আজ শনিবার উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি সকল নগরবাসীর সহযোগীতা কামনা করে একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, এডিস মশার প্রাদুর্ভাব, ডেঙ্গু মোকাবেলায় আমারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করেছি। সবাইকে সচেতন করতে আমাদের জনসচেতনামূল কার্যক্রম পরিচালিত হচ্ছে ফলে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। একই ভাবে আমাদের জন্য সামনে আরেকটি চ্যানেঞ্জ আসছে আর সেটা হলো কিউলেক্স মশা। এর জন্য আমরা আরেকটি অভিযান শুরু করবো। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগীতা করতে হবে।
তিনি বলেন, সুস্থতার জন্য সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই তাই সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। শিক্ষার জন্য সুস্থ্য পরিবেশ নিশ্চিতকল্পে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পর শুক্র ও শনিবার সরকারি বেসরকারি ও আধসরকারি বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 আতিকুল ইসলাম আরও বলেন, নিজেদের বাসা-বাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সামনেই কিউলেক্স মশার চ্যালেঞ্জ আসছে, তাই সকলকে সতর্ক থাকতে হবে এখন থেকেই।
 ডিএনসিসি মেয়র বলেন, ঝোপ-ঝাড়, জলাশয়, কচুরিপানা পরিস্কার করতে হবে আমাদের। কচুরিপানি এখনই পরিস্কার করে ফেলতে পারলে কিউলেক্স মশা কমে যাবে। পরে এটা বেড়ে যাবে। আগামী শনিবার থেকে আমরা কিউলেক্স মশা নিয়ন্ত্রেণে কাজ শুরু করবো। ঢাকা শহরে যারা জমির মালিক আছে তাদের প্রত্যেককে অনুরোধ করবো, পাশাপাশি ডেভলেপমেন্ট কোম্পানির আওতায় যেসব ফাঁকা জায়গা আছে যেখানে ঘাস জমেছে,ডোবা আছে এগুলোতে মশা হচ্ছে এই জায়গাগুলো আপনার নিজ উদ্যোগে পরিস্কার করুন।
 
তিনি আরও বলেন, সকল ডেভলোপার কোম্পানি, জমির মালিকরা আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে চিঠি পেয়ে যাবেন। কিউলেক্স মশা ডোবা, কচুরিপানার মধ্যে জমে। দিয়া্বাড়ির দিকে লেক আছে, জমা পানি আছে সেগুলো কচুরিপানাতে ভরা। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। আমি বলে দিয়েছি রাজউক, সিভিল এভিয়েশন, রেলওয়ের যেগুলো জায়গাতে এমন অবস্থা আছে সেগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সবার সহযোগীতায় আমারা সুস্থ, সচল, আধুনিক, সুন্দর ঢাকা গড়তে চাই।
 
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা সহ স্থানীয় কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।