মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ২
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রথম নিউজ, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, জুমার নামাজের পর পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তুলাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর সংঘর্ষে লিপ্ত হয়। বিকেলে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয়ভূষণ রায় বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews