মেরিন ড্রাইভ সড়ক থেকে একজনের মরদেহ উদ্ধার

মেরিন ড্রাইভ সড়ক থেকে একজনের মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, কক্সবাজার : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ইনানী হোটেল রয়েল টিউলিপের পার্শ্ববর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। 


মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। 

তিনি বলেন, সড়কের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি দেখে মনে হচ্ছে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। তবে এখনো মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে।

আব্দুল হালেক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, সড়কের পাশে একটি মরদেহ পরিত্যক্ত দেখে বিষয়টি আমাদের এলাকার লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেন।