মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ২ ঘাতক গ্রেপ্তার

মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ২ ঘাতক গ্রেপ্তার

প্রথম নিউজ, পটুয়াখালী : অটোরিকশা চালক হাসান নিহতের ঘটনায় দুই অপরাধীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের সদস্যরা। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৮ জুন) দুপুর ১২টায় র‍্যাব-৮ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম।


গ্রেপ্তারকৃতরা হলো পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১০নং ওয়ার্ডের রুবেল হাওলাদার ও পটুয়াখালী সদর উপজেলার ১১নং ওয়ার্ড চানমারির বাসিন্দা মামুন তালুকদার।

লেফটেন্যান্ট কর জাহাঙ্গীর আলম বলেন, মূলত অটোরিকশাটি ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে হাসানকে ১৫ জুন রাত ১০টার দিকে বাংলা বাজার থেকে ভাড়া নিয়ে ভোলার রাস্তায় নিয়ে যায়। সেখানে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর সোহরাফ ডাক্তারের পুকুরে মরদেহ ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায়। 

এর আগে অভিযুক্ত খুনি মামুন তালুকদারই রিকশাটি হাসানের কাছে বিক্রি করেছিল। এরপর তারা সুসম্পর্ক রেখে চলতে থাকে। ১৪ তারিখও একবার হাসানকে হত্যার উদ্দেশ্য নিয়ে ওই দুজন ভোলার রাস্তায় গিয়েছিল। কিন্তু হত্যার উপযুক্ত সুযোগ না পেয়ে চলে আসে। পরের দিন নিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালায়। হত্যাকারীরা অটোরিকশা চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, ১৭ জুন সদর উপজেলার ৫নং ওয়ার্ড ভোলার রাস্তা সংলগ্ন সোহরাব ডাক্তারের পুকুর থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন থানায় মামলা দায়ের করেছেন।