শ্বশুরবাড়ির বাঁশঝাড়ে মিললো জামাইয়ের মরদেহ

পারিবারিক কলহের জেরে সমির মোল্লা শশুরবাড়িতে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা

শ্বশুরবাড়ির বাঁশঝাড়ে মিললো জামাইয়ের মরদেহ
ফাইল ছবি

প্রথম নিউজ, জামালপুর: জামালপুরের মেলান্দহে পারিবারিক কলহের জেরে সমির মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি শশুরবাড়িতে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন।

আজ শনিবার  সকালে উপজেলার চরপলিশা গ্রামের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত সমির মোল্লা (৫৫) একই গ্রামের চরপলিশা গ্রামের তয়ছন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় সমির মোল্লার। সেদিন স্ত্রী খুরশেদা বেগমকে পিটিয়ে আহত করেন। বর্তমানে খুরশেদা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরদিন শ্বশুরবাড়ির বাঁশঝাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

পরিবারের বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।