হাতিরপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর নিউমার্কেট থানার হাতিরপুলে একটি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হাসান (৫০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আলমগীর হোসেন জানান, দোকানে আবুল হাসান কাজ করার সময় বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার নাজিরপুর গ্রামে। সে ওই এলাকার আব্দুর রহমানের সন্তান ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।