মামলা করায় কুপিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

সোমবার (৭ আগস্ট) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন। জুয়েল মিয়া জেলার তারাকান্দার ঢাকুয়া গ্রামের জুনাব আলীর ছেলে।

মামলা করায় কুপিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহে হত্যাকাণ্ডের ১০ বছর পর জুয়েল মিয়া (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন। জুয়েল মিয়া জেলার তারাকান্দার ঢাকুয়া গ্রামের জুনাব আলীর ছেলে।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) শেখ আবুল হাসেম রায়ের জানান, ২০১১ সালে জেলার তারাকান্দা উপজেলার ঢাকুয়া গ্রামের নুরুল ইসলাম তার ভাতিজার নামে নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা করেন। ওই মামলাটি আদালতে চলমান ছিল। মামলা করার ক্ষোভে আসামিসহ কয়েকজন ২০১৩ সালের ১৯ মে বিকালে দেশিয় অস্ত্র দিয়ে নুরুল ইসলামকে কুপিয়ে আহত করেন। এসময় তার চিৎকারে ভাতিজা রাসেল (২০) ও স্ত্রী হাজেরা খাতুন এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাসেলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ মে সকালে রাসেলের মৃত্যু হয়।

এ ঘটনায় ওই দিন নুরুল ইসলাম বাদী হয়ে তারাকান্দা থানায় ১০ জনের নামে মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আটজনের নামে চার্জশিট দাখিল করে। পরে অভিযোগ আংশিক প্রমাণিত হওয়ায় জুয়েল মিয়ার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।