ফেনী কারাগারে বাবুল আক্তারের রুমে ওসির তল্লাশি, আদালতে তদন্তের আবেদন

আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে এ আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী গোলাম মওলা মুরাদ।

ফেনী কারাগারে বাবুল আক্তারের রুমে ওসির তল্লাশি, আদালতে তদন্তের আবেদন

প্রথম নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার এই ঘটনায় মিতুর বাবার করা মামলায় আসামি ও প্রথম মামলার বাদী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ফেনী জেলা কারাগারের কক্ষে তল্লাশি চালিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন। আর এই ঘটনায় তদন্ত চেয়ে আদালতে আবেদন করেছেন বাবুল আক্তারের আইনজীবী। 

আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে এ আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী গোলাম মওলা মুরাদ। আদালত আগামী ১৯শে সেপ্টেম্বর  শুনানির রায়ের তারিখ নির্ধারণ করেন। একই দিন পিবিআই প্রধান বনজ কুমারসহ ৬ জনের বিরুদ্ধে বাবুল আক্তারের করা মামলার আবেদনের শুনানির রায়ও দেয়া হবে।

বাবুল আক্তারের আইনজীবী এডভোকেট গোলাম মওলা মুরাদ বলেন, বাবুল আক্তার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করার পর গত ১০ই সেপ্টেম্বর দুপুর ১২টায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ফেনী কারাগারে প্রবেশ করেন। কারাগারে বাবুল আক্তারের কক্ষে দীর্ঘ সময় ধরে তল্লাশি করেন। এসময় তাকে মানসিকভাবে হয়রানি করা হয়। এই ঘটনার তদন্ত ও বাবুল আক্তারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেনী কারাগারের সুপারকে নির্দেশ প্রদানের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আগামী ১৯শে সেপ্টেম্বর এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন আদালত।

তিনি বলেন, সেদিন কারাগারে ওসি নিজাম উদ্দিনের প্রবেশের চিত্র সিসিটিভি ক্যামেরা যাচাই করলেই নিশ্চিত হওয়া যাবে। জেল কোড অনুসারে থানায় কর্মরত একজন পুলিশ কর্মকর্তা কোনভাবেই জেলা ম্যাজিস্ট্রেট এবং আদালতের লিখিত অনুমতি ছাড়া জেলখানায় প্রবেশ করতে পারেন না। জেল কোড অনুসারে এটি শাস্তিযোগ্য অপরাধ। বাবুল আক্তারকে  মানসিক চাপে রাখতেই এ ধরনের কাজ বারবার করা হচ্ছে। কারাগারের অভ্যন্তরে একজন পুলিশ কর্মকর্তা প্রবেশ করে কিভাবে একজন হাজতির কক্ষে তল্লাশি বিস্ময়কর।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom