মুন্সিগঞ্জে নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপির ৪২ নেতাকর্মী
আজ রোববার দুপুর ১টার দিকে দায়রা জজ আদালতে নেতাকর্মীরা আত্মসমর্পণ করলে ভারপ্রাপ্ত দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

প্রথম নিউজ, মুন্সিগঞ্জ: নাশকতার মামলায় মুন্সিগঞ্জে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ ৪২ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুর ১টার দিকে দায়রা জজ আদালতে নেতাকর্মীরা আত্মসমর্পণ করলে ভারপ্রাপ্ত দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হালিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের ৩০ নভেম্বর জেলার লৌহজং উপজেলায় ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ওই মামলায় গত ৪ ডিসেম্বর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন বিএনপি নেতাকর্মীরা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ রবিবার ৪২ নেতাকর্মী দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে, আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে পুলিশের পরিদর্শক জামাল হোসেন জানান, বিএনপি নেতাকর্মীরা দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। পরে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: