মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আজ বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে নাটোরের লালপুর থানার পানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রথম নিউজ, রাজশাহী: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে নাটোরের লালপুর থানার পানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. ফসিয়ার রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা এলাকার মৃত মনছুর আলীর ছেলে। র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ারকে গ্রেফতার করা হয়। তিনি রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে অপহরণ, নির্যাতন, ছয়জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন।
চলতি বছরের ২৫ জুন ফসিয়ারসহ যশোরের চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশ দেন।