স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা, রাজপথে সক্রিয় থাকার ঘোষণা

প্রথম নিউজ, অনলাইন: জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি। শনিবার সকালে সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারিকুল ইসলাম বলেন, জাতীয় যুবশক্তি কখনো অন্য কোনো দলের যুব সংগঠনের মতো ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হবে না।
যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ অবস্থান নেবো।
তিনি জানান, দেশের মূল চালিকাশক্তি যুবসমাজকে কাজে লাগাতে তারা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে জাতীয় যুবশক্তি রাজপথে কর্মসূচি ঘোষণা করবে এবং তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
তার দাবি, ঘোষণাপত্রের বাস্তবায়ন ঠেকাতে ‘অপশক্তি’ সক্রিয় রয়েছে।
মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আমরা চাই দেশের এই বিশাল যুব শক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। জাতীয় যুবশক্তি ভিন্ন মাত্রার একটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় যুবশক্তি কাজ করে যাবে।