মানিকগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগ, মুচলেকায় ছাড়া পেলো ১৪ কিশোর
বুধবার (২৬ জুলাই) সকালে বিভিন্ন স্কুল-কলেজের সামনে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান তাদের আটক করেন।
প্রথম নিউজ, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে স্কুল-কলেজছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে ১৪ কিশোরকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে চারজন কলেজছাত্র। বাকিরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। পরে অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২৬ জুলাই) সকালে বিভিন্ন স্কুল-কলেজের সামনে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান তাদের আটক করেন।
ইউএনও মো. শাহরিয়ার রহমান জানান, সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিটকা খাজা রহমত আলী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েরা আসা-যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
একারণে সকালে বিভিন্ন কলেজ ও স্কুলের সামনে অভিযান চালানো হয়। অভিযানে চার কলেজছাত্রসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের সবার বয়স ১৮ বছরের নিচে। তাই মোবাইল কোর্টের আওতায় আনা সম্ভব হয়নি। পরে অভিভাবকদের ডেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।