ঈশ্বরদীতে রুশ নাগরিকের মৃত্যু
লিভাইনা ইউলিয়া (৩২) রূপপুর প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রথম নিউজ,পাবনা: পাবনার ঈশ্বরদীতে চিকিৎসাধীন অবস্থায় লিভাইনা ইউলিয়া (৩২) নামে রাশিয়ান এক নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) ভোরে শহরের আলো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিভাইনা ইউলিয়া (৩২) রূপপুর প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে পেটের ব্যথা নিয়ে শহরের আলো জেনারেল হাসপাতালে ভর্তি হন লিভাইনা ইউলিয়া। চিকিৎসা গ্রহণের পর শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার ভোরে ইউলিয়া একাই টয়লেটে যান। টয়লেট থেকে ফিরতে বিলম্ব হওয়ায় কর্তব্যরত সেবিকা দরজা বন্ধ দেখে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভেঙে ইউলিয়াকে টয়লেটের মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।