কমবে তাপমাত্রা, বাড়বে শীত
এছাড়া আজ চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ।

প্রথম নিউজ, ঢাকা: আজ থেকে তাপমাত্রা কমতে পারে, সেই সঙ্গে আবারও শীত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার সকালে ঢাকা পোস্টকে এ তথ্য জানান অধিদপ্তরের আবহাওয়বিদ মো. শাহীনুল ইসলাম। তিনি বলেন, ‘মঙ্গলবার (২৫ জানুয়ারি) আবহাওয়া শুষ্ক থাকলেও আজ থেকে ঠান্ডা পড়বে। আজ থেকে তাপমাত্রা কমা শুরু হতে পারে। তাপমাত্রা কমার পর কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহও শুরু হতে পারে। তবে সেটা এখনই নয়।’
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এক প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘চলতি মাসের শেষের দিন পর্যন্ত শীত থাকবে। তারপর আগামী মাসের শুরু থেকে আবার গরম শুরু হতে পারে। এর মধ্যে বৃষ্টি ও কুয়াশাও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
এছাড়া আজ চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: