মোদিকে আমরা চাই না: রাহুল গান্ধী
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইন্ডিয়া জোটের অসাধারণ ফলাফলে সংবাদ সম্মেলন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ইন্ডিয়াবন্ধন যেখানেই লড়েছে এক হয়ে লড়েছে। এই পারফরম্যান্স ইন্ডিয়ার পারফরম্যান্স। দেশ নরেন্দ্র মোদিকে পরিষ্কার বলে দিয়েছে, আমরা আপনাকে চাই না। আমরা চাই না মোদি এবং শাহ এই দেশ চালান। যেভাবে এই সংবিধানের অধিকার খর্ব করা হয়েছে, তারা পছন্দ করেনি। এই সংবিধান বাঁচানোর কাজ করেছেন দেশের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণির মানুষরা। তাদের ধন্যবাদ।