মাথা নাড়ালেই রিসিভ হবে কল, অনন্য ফিচারের Noise IntelliBuds ইয়ারফোন লঞ্চ হল

ভারতীয় বাজারে নয়েজ ইন্টেলবাডস ট্রু স্টেরিও ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা

মাথা নাড়ালেই রিসিভ হবে কল, অনন্য ফিচারের Noise IntelliBuds ইয়ারফোন লঞ্চ হল
মাথা নাড়ালেই রিসিভ হবে কল, অনন্য ফিচারের Noise IntelliBuds ইয়ারফোন লঞ্চ হল

প্রথম নিউজ, ডেস্ক : ভারতে আত্মপ্রকাশ করল Noise এর নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Noise IntelliBuds। সফটওয়্যার কোম্পানি Bragi-র সাথে যৌথ উদ্যোগে তৈরি নতুন এই ইয়ারফোনটি ভারতের প্রথম স্মার্ট জেসচার কন্ট্রোল ইয়ারবাড, যা হট ভয়েস কমান্ড, স্মার্ট জেসচার কন্ট্রোল এবং ব্র্যাগি ওএস, মিউজিক শেয়ারিং এবং স্মার্ট ব্যাটারি অপটিমাইজেশন টেকনোলজি সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise IntelliBuds ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise IntelliBuds ইয়ারফোনের দাম লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ ইন্টেলবাডস ট্রু স্টেরিও ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব অনলাইন স্টোর ছাড়াও জনপ্রিয় অনলাইন এবং অফলাইন স্টোর থেকে আগামী ১৪ অক্টোবর থেকে কিনতে পাওয়া যাবে নতুন এই ইয়ারফোন। ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের ইয়ারফোনটি।

Noise IntelliBuds ইয়ারফোনের স্পেসিফিকেশন

নয়েজ ইন্টেলবাডস ট্রু স্টেরিও ইয়ারফোনটি ম্যাট ফিনিশ আয়তক্ষেত্রাকার চার্জিং কেসের সাথে এসেছে, যাতে ইউএসবি টাইপ সি পোর্ট বর্তমান। এর ওজন ৫.৪ গ্রাম। তাছাড়া দ্রুত কানেকশনের জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.০ এবং এটি এইচএফপি, এআরসিপি, এ২ডিপি এবং এইচএসপি অডিও কোডেক সাপোর্ট করবে।

তবে ইয়ারফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর স্মার্ট জেসচার কন্ট্রোল ফিচার। ব্যবহারকারী তার মাথা নাড়িয়ে ইয়ারফোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ ইয়ারফোনটির মাধ্যমে ফোন কল রিজেক্ট অথবা রিসিভ করার জন্য ব্যবহারকারী মাথা ঝাকালে বা ঘোরালেই হবে। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে হট ভয়েস কম্যান্ডও সাপোর্ট করবে। তাই ব্যবহারকারী ভারী গলায় হেডফোনটিকে নির্দেশ দিলে হেডফোনটি সেভাবে কাজ করবে। সেইসঙ্গে এতে রয়েছে ট্রান্সফারেন্সি মোড, কাস্টমাইজেবল ইকুলাইজার, হাইপার সিঙ্ক এবং মিউজিক শেয়ারিং টেকনোলজি।

এবার আসা যাক Noise IntelliBuds ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৯ ঘন্টা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। উপরন্তু কেস সমেত এটি ৩৬ ঘন্টা পর্যন্ত প্লে ব্যাক টাইম অফার করতে পারবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX5 রেটিং সহ এসেছে। পাশাপাশি শূন্য থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি সক্রিয় থাকবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom