মাঠে বসে সাকিবদের খেলা দেখছেন রাহুল দ্রাবিড়
প্রথম নিউজ, ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে লড়ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। টস হেরে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক লঙ্কানরা। এর মধ্যেই হঠাৎ গ্যালারিতে দেখা গেল ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে।
আগামীকাল সুপার সানডেতে হাই-ভোল্টেজ লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এর মধ্যেই গ্যালারিতে ক্যামেরাবন্দি হলেন রাহুল দ্রাবিড়! ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এদিন গোটা কোচিং স্টাফ নিয়েই গ্যালারিতে হাজির হন ভারতীয় কোচ।
রাহুলকে বেশ মনোযোগ সহকারেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উপভোগ করতে দেখা যায়। সুপার ফোরে ভারতের প্রতিপক্ষ হিসেবে আছে এ দল দুটিও। যে কারণে মাঠে বসেই হয়তো ছক কষছেন।
রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়াও একই ভেন্যুতে আগামী ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।