ইনজুরির জন্য কমলাপুরকে দায়ী করছেন আবাহনী কোচ
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে আজ (সোমবার) মাঠে নামবে শিরোপা প্রত্যাশী দল ঢাকা আবাহনী। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে এই ম্যাচে আবাহনীর হয়ে নামতে পারবেন না ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবন। কলকাতায় এএফসি কাপে মোহনবাগানের ম্যাচে ব্যথা পাওয়ায় তিনি লিগের এই ম্যাচ মিস করছেন।
ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন, ‘জীবন সেই ম্যাচে ব্যথা পেয়েছে তাই এই ম্যাচে থাকবে না। কিছু দিন বিশ্রামে থাকবে আশা করছি পরের ম্যাচে খেলতে পারবে।’ আবাহনী দল গোপালগঞ্জ গেলেও জীবন ঢাকাতেই রয়েছেন।
এএফসি কাপে আবাহনী মোহনবাগানের বিপক্ষে হেরেছে। আবাহনীর ফরোয়ার্ড ডোরিয়েল্টন ইনজুরির জন্য খেলতে পারেননি। রাফায়েল অগাস্তো ফিট ছিলেন না পুরোপুরি, মিডফিল্ডার হৃদয়ও ইনজুরির জন্য ছিলেন বাইরে। আবাহনীর ইনজুরি সংকট এএফসি কাপে নয়, লিগের শুরু থেকেই।
তাদের দুই ফরোয়ার্ড রাফায়েল অগাস্তো ও ডোরিয়েলন্টন ইনজুরির জন্য লিগে সেভাবে খেলতে পারেননি। দেশি ফুটবলারদের মধ্যেও ইনজুরি রয়েছে। আবাহনীর ইনজুরির সূত্রটা কমলাপুর স্টেডিয়াম থেকে। সেটা মানছেন কোচ ম্যারিও ল্যামোস, ‘অস্বীকার করার উপায় নেই আমাদের ইনজুরির সূত্রপাত কমলাপুর স্টেডিয়াম থেকে।’
অন্য দলের তুলনায় আবাহনীর ইনজুরির সংখ্যা ও স্থায়ীত্ব বেশি হওয়ার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন এই পর্তুগিজ কোচ, ‘ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে কমলাপুর স্টেডিয়ামে আবাহনীই সবার্ধিক ম্যাচ খেলেছে। ফলে আমাদের ইনজুরিতে পড়ার সংখ্যাও বেশি ছিল।’
কমলাপুরে দুই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেও সেখান থেকে পাওয়া ইনজুরিগুলোর ফলে লিগে প্রভাব পড়ছে দলটির। এজন্য অবশ্য কমলাপুরকে সরাসরি দায়ী করতে চান না আবাহনী কোচ, ‘ইনজুরি খেলার একটি অংশ। খেলোয়াড়রা সেরে উঠছেন, আবার লিগেও অনেকে ইনজুরিতে পড়েছেন। এককভাবে কমলাপুরকে দায়ী করা যায় না।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews