একে একে ছয় উইকেটের পতন
উইকেট যাওয়ার মিছিল শুরু হয়েছে যেন
প্রথম নিউজ, ডেস্ক : উইকেট যাওয়ার মিছিল শুরু হয়েছে যেন। কেউ কেউ ভালো বলে আউট হলেও মুশফিকের মতো অনেকেই ফিরছেন একরকম বোকামি করে। পাকিস্তানি বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ। একে একে আউট হয়ে গেছেন বাংলাদেশের ছয় ব্যাটসম্যান।
শুরুটা হয়েছিল অভিষিক্ত মাহমুদুল হাসান জয়কে দিয়ে। শূন্য রানেই সাজঘরে ফেরত যান তিনি। সাজিদ খানের বল এগিয়ে এসে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দেন বাবর আজমের হাতে। ৭ বল খেলে কোনো রান করতে পারেননি জয়।
এরপর আউট হন আরেক ওপেনার সাদমান ইসলামও। সাজিদের এক্সট্রা বাউন্স বুঝতে না পেরে ২৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরত যান তিনি। অধিনায়ক মুমিনুল হক হন রান আউট। ২ বলে ১ রান করেন তিনি।
এরপর অনেকটা বোকামি করে ফেরেন মুশফিক। দল যখন তিন উইকেট হারিয়ে চাপে, তখন তিনি আউট হলেন স্লগ সুইপ খেলতে গিয়ে। আগের বলে হাঁকিয়েছিলেন চার। কিন্তু পরের বলেই স্লগ সুইপ করতে যান মুশফিক। ৮ বলে ৫ রান করে আউট হতে হয় তাকে। এরপর ১২ বলে ৬ রান করে আউট হন লিটন দাসও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ রান তুলতেই আউট হয়েছেন ছয় ব্যাটসম্যান। ফলো অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১০১ রান। এর আগে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩০০ রান তুলে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: