এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের

১৯৮০ সালের পর এশিয়া কাপের মূল পর্বে খেলা হয়নি বাংলাদেশের

 এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের
এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ১৯৮০ সালের পর এশিয়া কাপের মূল পর্বে খেলা হয়নি বাংলাদেশের। আবার এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে আজ মালয়েশিয়ায় তুর্কমেনিস্তানের বিপক্ষে ভালো পয়েন্ট পেতে হবে জামালদের। আজ হেরে গেলে এক ম্যাচ বাদ থাকতে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে যেতে পারে বাংলাদেশের। 

কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের (১৮৮) চেয়ে র‍্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ ওপরে তুর্কমেনিস্তান। মধ্য এশিয়ার এ দেশটির সঙ্গে একবারের সাক্ষাতে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে লাল সবুজদের। 

প্রায় বিশ বছর আগে তুর্কমেনিস্তানের মুখোমুখি হওয়া বাংলাদেশ হেরেছিল। ২০০২ সালের ৩ অক্টোবর বুসানে এশিয়ান গেমসে ৩-১ গোলে হারা ম্যাচে বাংলাদেশের হয়ে গোলটি করেছিলেন মোহাম্মদ সুজন। সেই ম্যাচে খেলা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য এখন বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ। 

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু একটিতেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি জামাল ভূঁইয়ারা। সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের কাছে হেরেছেন দুই গোলে। র‍্যাঙ্কিংয়ে ৯৯ ধাপ এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে হারটি অবশ্য অনুমেয়ই ছিল। 

প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্রয়ের পর বাহরাইনের কাছে দুই গোলে হারলেও পোস্টের নিচে আনিসুর রহমান জিকো দেখিয়েছেন দৃঢ়তা। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের শুরুটাও হয়েছে হার দিয়ে। মালয়েশিয়ার কাছে তিন গোল হজম করা দলটি অবশ্য এক গোল শোধ দিয়েছে।

তুর্কমেনিস্তানের খেলোয়াড়রা উচ্চতায় অনেক এগিয়ে। যে কারণে এই সেট পিস নিয়ে ভাবতে হচ্ছে কাবরেরাকে। রক্ষণাত্মক নয়, কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয়ের জন্যই মাঠে নামবেন বলে শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ কাবরেরা, ‘অবশ্যই আমরা জিততে চাই। সেটা অসম্ভব নয়। আমরা গত ম্যাচে বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছি। যে কারণে আমাদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে গেছে। ফলে দলের সবাই আমরা জয়ের কথা ভাবছি।’ 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom