মাছ ধরা দেখতে গিয়ে পানিতে পড়ে মামা-ভাগনের মৃত্যু
প্রথম নিউজ,দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার পুনর্ভবা (কাঞ্চন নদী) নদীতে মাছ ধরা দেখতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলায় ওই নদীতে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গবরা পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে রায়হান (৪) ও রাহাত আলী ছেলে সিয়াত (৪)। সম্পর্কে তারা উভয়ে মামা-ভাগনে।
দিনাজপুরে পূণর্ভবা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার গোবরা পাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে রায়হান (৪) ও রাহাত আলী ছেলে সিয়াত (৪)। সম্পর্কে তারা উভয়ে মামা-ভাগনে।
স্থানীয়রা জানান, রায়হান ও সিয়াত বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরা দেখতে যায়। এ সময় তারা নদীতে পড়ে যায়। পরে দুপুর ১২টার দিকে রায়হানের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। এ সময় সিয়াতকে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে তাকেও খুঁজতে শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টায় সিয়াতের মরদেহ নদীতে খুঁজে পাওয়া যায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, নদী থেকে দুই শিশুকে উদ্ধারের পর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।