মুগদায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

 মুগদায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মুগদা থেকে অজ্ঞাতপরিচয় ৪৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মুগদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাউনির নিচ থেকে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পথচারীরা মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, আমরা খবর পেয়ে রাত ১২টার দিকে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাউনির নিচ থেকে এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতি ছিলেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।

কাজী আল আমিন/জেডএইচ/এএসএম