মা-মেয়ে হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় মা নিহত

প্রথম নিউজ, গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর সাতাইশ এলাকায় মা-মেয়ে হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় ওই নারীর সঙ্গে থাকা মেয়ে বেঁচে যায়। পরে উত্তেজিত জনতা ঘাতক বাস ও হেলপারকে আটক করলেও বাসের চালক পালিয়ে যান। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফরিদা টঙ্গীর ভরাণ এলাকার আব্দুল ওহাব মোল্লার স্ত্রী। আটক হেলপারের নাম লোকমান হোসেন (৪৫)।
পুলিশ জানায়, টঙ্গীর সাতাইশ এলাকায় মা-মেয়ে হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন। এসময় শেরপুর থেকে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহণের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মা ফরিদা ঘটনাস্থলেই মারা যান ও মেয়ে আশরা ইয়াসমিন অক্ষত থেকে যায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাস ও লোকমানকে আটক করেন। এসময় চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ ও হেলপারকে আটক করে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।