ভোলায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ভোলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন
প্রথম নিউজ, ভোলা : ভোলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বক্সখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা সিএনজির যাত্রী ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন বলেন, বোরহানউদ্দিন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভোলার দিকে আসছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আহত হন আরও দুইজন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।