ভাতার দাবিতে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি চলছে
প্রথম নিউজ, ঢাকা : ভাতার দাবিতে গত রবিবার (১ অক্টোবর) থেকে সারাদেশের সব সরকারি ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। রবিবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা চলমান কর্মবিরতি পালন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স’ সম্পন্ন করে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছি। কোর্স কারিকুলাম অনুযায়ী, ছয় মাস মেয়াদের ইন্টার্নশিপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে প্রশাসনিক অনুমতি পেয়ে থাকি। সে পরিপ্রেক্ষিতে এই অধিদফতরে ইন্টার্ন স্যালারি মঞ্জুরির জন্য ডিজিএনএম থেকে চিঠি পাঠানো করা হয়। পরবর্তিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাজেট অধিশাখায় ইন্টার্ন ভাতা বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুনরায় অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত আমাদের ইন্টার্ন ভাতা বাবদ কোনও বরাদ্দ দেওয়া হয়নি।
তারা বলেন, আমাদের লগবুকের ১৪ নম্বর পৃষ্ঠার কোড অব কন্ডাক্ট, রুলস অ্যান্ড রেগুলেশনের ১ নম্বর পয়েন্টে ইন্টার্নভাতার কথা উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোনও ইন্টার্ন ভাতা পাচ্ছি না। ডিজিএনএম এবং বিএনএমসি বরাবর বার বার আবেদন করেও আমরা আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না। নার্সিংয়ে ৯০ শতাংশ স্টুডেন্ট মেয়ে এবং আমাদের সপ্তাহে ২ দিন করে মর্নিং, ইভিনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনও হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদের নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে আমাদের মেয়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তারা আরও বলেন, পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য। ফলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতির পথ বেছে নিতে হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর থেকে সারা দেশের সব সরকারি ইন্টার্ন নার্সরা কর্মবিরতিতে যায়।
এ অবস্থায় যতদিন পর্যন্ত ন্যায্য দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত সব ইন্টার্ন নার্স ও মিডওয়াইফ তাদের কর্মবিরতি অব্যাহত রাখবে বলেও মানববন্ধ থেকে ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি পিয়া হালদার, মহাসচিব আশিকুর রহমান অনিকসহ শতাধিক ইন্টার্ন নার্স ও ইন্টার্ণ মিডওয়াইফ উপস্থিত ছিলেন।