ভেজাল প্রসাধনী তৈরি চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

ভেজাল প্রসাধনী তৈরি চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫
ভেজাল প্রসাধনী তৈরি চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : রাজধানীর মুগদায় একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনী তৈরি ও বিপণন চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মো. মহিউদ্দিন ওরফে সাগর (৩৪), মো. নাজিম হোসেন (২৫), এমকে পারভেজ (৫২), মো. আনোয়ার হোসেন (২৪) এবং মো. উজ্জ্বল হোসেন মুকুল (৩০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য কোম্পানির নামিদামি ব্যান্ডের  প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় একটি মামলা করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএমের দিকনির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তরিকুল রহমানের তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom