অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণে, চালক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ এই তথ্য জানায়। গ্রেপ্তার জীবন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার শাহবুদ্দিনের ছেলে।

অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণে, চালক গ্রেপ্তার
প্রতীকি ছবি

প্রথম নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে অ্যাম্বুলেন্সে করে উঠিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে জীবন মিয়া (৩২) নামে এক অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (০২ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ এই তথ্য জানায়। গ্রেপ্তার জীবন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার শাহবুদ্দিনের ছেলে।

জানা যায়, কিশোরীটি (১৪) তার নানির সঙ্গে সরাইল উপজেলায় থাকে। বর্তমানে নানী-নাতনি জেলা শহরের পশ্চিম মেড্ডায় পৃথক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। গত শনিবার (১ অক্টোবর) ভোরে পশ্চিম মেড্ডায় কিশোরটি বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অ্যাম্বুলেন্সে চালক জীবন জোরপূর্বক তাকে উঠিয়ে নিয়ে যায়। এরপর পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় বোডিং মাঠ এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে।

ঘটনার পরপরই ওই এলাকায় অন্য একটি অভিযানে বের হয় সদর মডেল থানার উপপরিদর্শক ইব্রাহিম আকন্দ। ওই সময় প্রত্যক্ষদর্শীরা তাকে পেয়ে বিষয়টি জানালে, তাদের সহায়তায় জীবনকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা হয় কিশোরীকে।

ব্রাহ্মণবাড়িয়া উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ জানান, ‘আমি একটি চুরির মামলার বিষয়ে ওই এলাকায় গিয়েছিলাম। এ সময় ১৩/১৪ বছরের তিন কিশোর আমাকে জানায়, একটি অ্যাম্বুলেন্সে করে একটি মেয়েকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। পরে তাদের সহযোগিতায় প্রথমে অ্যাম্বুলেন্স চালককে আটক করি, পরে উদ্ধার করা হয় কিশোরীকে।

তিনি আরও জানান, কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পরই ধারণা করা হচ্ছিল তাকে যৌন নিপীড়ন করা হয়েছে। পরে মেয়েটি জানায় অ্যাম্বুলেন্স চালক তাকে ধর্ষণ করেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকরাও জানান কিশোরীটিকে ধর্ষণ করা হয়েছে। দুপুরে কিশোরীর নানী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আলামত হিসেবে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom