ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

বৃহস্পতিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলা কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। নিহত যুবক ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের জাকির শেখের ছেলে রাসেল শেখ (২৪)। বুধবার বিকালে ফুটবল খেলা কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। রাসেলসহ ৫ জন আহত হন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, বুধবার বিকালে হোগলাকান্দি গ্রামের মাঠে যুবক ও বাইশাখালী গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা চলাকালে বাইশাখালী গ্রামের যুবক আমানতের সঙ্গে হোগলাকান্দি গ্রামের যুবক রাসেলের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এর পর দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। 

এ সময় উভয়পক্ষের ৫ জন আহত হন। গুরুতর আহত রাসেলকে প্রথমে ভাঙ্গা হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন  রাসেল মারা যান।

রাসেলের মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বাইশাখালী গ্রামে ব্যাপক ভাঙচুর ও  লুটপাটের ঘটনা ঘটে। এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।