প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় খাবারে বিষ মিশিয়ে মা-বাবাসহ নিজের পরিবারের ১৩ জন সদস্যকে হত্যা করেছে ১৮ বছরের এক তরুণী। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের খয়েরপুরের কাছের এক গ্রামে গত ১৯ আগস্ট এই ঘটনা ঘটেছে। রবিবার (৬ অক্টোবর) গ্রেপ্তার করা হয়েছে ওই তরুণী শায়েস্তা ব্রোহি এবং তার চাচাত ভাই আমির বক্স ব্রোহিকে।
পুলিশ জানিয়েছে, শায়েস্তা ব্রোহির পছন্দের ছেলেকে বিয়ে করতে না দেওয়ায় মেয়েটি তার পরিবারের সকলের ওপর প্রচণ্ড রেগে যায়। এরপর সে তার প্রেমিক চাচাত ভাই আমির বক্স ব্রোহির সঙ্গে পরিবারের সদস্যদের বিষ খাওয়ানোর ষড়যন্ত্র করে।
খয়েরপুরের পুলিশ কর্মকর্তা ইনায়েত শাহ বলেছেন, ১৩ জন সদস্যের সকলেই ওই বিষ মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকেই বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীন সকলেরই মৃত্যু হয়। সকলের দেহ ময়নাতদন্ত করে দেখা গেছে, প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই বাড়িতে গম থেকে রুটি তৈরি করা হত। সেই গমেই বিষ মিশিয়েছিল মেয়েটি এবং তার প্রেমিক।
এরপরই, রবিবার তাদের আটক করে পুলিশ। ইনায়েত শাহ বলেছেন, অনেক চেষ্টা করেও, মেয়েটি তার পরিবারকে বোঝাতে পারেনি। তার পছন্দের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিল না পরিবারটি। আর তাতেই ভয়ঙ্কর রেগে গিয়েছিল মেয়েটি। সেই রাগ থেকেই সে এটা করেছে। তিনি আরও জানিয়েছেন, পুলিশের জেরার মুখে মেয়েটি তার প্রেমিকের সাহায্যে গমে বিষ মেশানোর কথা স্বীকারও করেছেন।