বড় ধরনের মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান
প্রথম নিউজ, ডেস্ক : বড় ধরনের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া, চীন ও ইরান। শুক্রবার ভারত মহাসাগরে এই মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
মহড়ার পরিকল্পনা সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন দেশটির নৌ বাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি। তিনি জানান, ২০২২ সালের মেরিন সিকিউরিটি বেল্ট মহড়াটি ভারত মহাসাগরের উত্তর অংশে ১৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে।
রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি বলেন, এই মহড়ার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা জোরদার করা, সামুদ্রিক সন্ত্রাসবাদ এবং জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করা, অনুসন্ধান ও উদ্ধার এলাকায় তথ্য বিনিময় করা এবং কৌশলগত অপারেশনের অভিজ্ঞতা শেয়ার করা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: