বিশ্বকাপের স্বাগতিকদের উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল
বুধবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল
প্রথম নিউজ, ডেস্ক : আগামী বুধবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
দুই ম্যাচ পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১১২তম গোলটি করেছেন পাঁচবারের ব্যালন ডি অরজয়ী ফুটবলার। রোববার রাতে নিজেদের ঘরের মাঠে কাতারকে পাত্তাই দেয়নি পর্তুগাল।
পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বলের দখল ছিলো তাদের কাছে। গোলের জন্য অন্তত ২৬টি শট করে তারা। যার মধ্যে ১০টিই ছিলো লক্ষ্য বরাবর। আর সফলতা মিলেছে তিনবার। অন্যদিকে সারা ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছে কাতার।
গত মাসে আজারবাইজানকে ৩-০ গোলে হারানো ম্যাচে দশটি পরিবর্তন নিয়ে কাতারের বিপক্ষে একাদশ সাজান পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। আগের ম্যাচটি খেলা আন্দ্রে সিলভা ছিলেন শুধু দলে। তবু জয় পেতে কোনো কষ্টই হয়নি পর্তুগিজদের। ম্যাচের শেষ গোলটি করেছেন আন্দ্রে সিলভাই।
বারবার আক্রমণ করেও যখন গোল মিলছিলো না, মনে হচ্ছিলো গোলশূন্যই কেটে যাবে প্রথমার্ধ। তা হতে দেননি রোনালদো। ম্যাচের ৩৭ মিনিটের সময় ছয় গজের বক্সের সামনে থেকে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১১২তম গোল। অবশ্য এর দুই মিনিট আগে সহজ সুযোগ হাতছাড়া করেন রোনালদো।
পরে দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র তিন মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন হোসে ফন্তে। আর নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে কাতারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আন্দ্রে সিলভা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews