বাংলাদেশ সেনাবাহিনী এখন জনগণের বাহিনী: সেনাপ্রধান

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন পরিদর্শন শেষে ডুগডুগিহাট ডিগ্রি কলেজ মাঠে ১৮০০ জন অসহায় ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সেনাবাহিনী এখন জনগণের বাহিনী: সেনাপ্রধান

প্রথম নিউজ, দিনাজপুর: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী এখন অনেকটা জনগণের বাহিনী হিসেবে পরিণত হয়েছে। সুখে-দুঃখে সব সময় দেশের মানুষের পাশে থেকে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন পরিদর্শন শেষে ডুগডুগিহাট ডিগ্রি কলেজ মাঠে ১৮০০ জন অসহায় ও শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত দেশ থেকে আনা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার অস্ত্রগুলো পরীক্ষার জন্যই শীতকালীন প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বগুড়া-১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom