বাংলাদেশি তরুণের অভিষেক ইংল্যান্ড দলে

স্কোয়াডের বাইরে থাকা এসেক্স কাউন্টি ক্লাবের তরুণ ব্যাটার রবিন দাসকে বদলি হিসেবে নামানো হয়।

বাংলাদেশি তরুণের অভিষেক ইংল্যান্ড দলে
বাংলাদেশি তরুণের অভিষেক ইংল্যান্ড দলে

প্রথম নিউজ, ডেস্ক : ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির ড্রাফটে নাম জমা দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ইংলিশ তরুণ। তবে কোনো দলে ডাক পাননি রবিন দাস নামের সেই ক্রিকেটার। প্রতিযোগিতাটিতে আলো ছড়াতে পারলে হয়তো বিসিবি নির্বাচকদের নজরেও পড়তেন তিনি। সেই সুযোগ না আসলেও ইংল্যান্ড দলের হয়ে অভিষেক হয়েছে রবিন দাসের। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের ইংল্যান্ড দলে নাম ছিল না বাংলাদেশি রবিন দাসের। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন বদলি ফিল্ডার হিসেবে অভিষেক হয় ২০ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারের। ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান জ্যাক লিচ। কনকাশন সাব হিসেবে ঘোষণা করা হয় ম্যাট পার্কিন্সনের নাম। কিন্তু দলের সঙ্গে ছিলেন না এ স্পিনার। যোগ দেয়ার কথা ম্যাচের দ্বিতীয় দিন। তাই লিচের জায়গায় বদলি হিসেবে নামেন হ্যারি ব্রুক। আরেক বদলি ফিল্ডার ক্রেইগ ওভারটনকেও মাঠে নামতে হয় কিছুক্ষণ পর।

নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন অভিষিক্ত পেসার ম্যাথু পটস। তবে ইংল্যান্ডের স্কোয়াডে ছিল না আর কোনো বাড়তি খেলোয়াড়। তাই স্কোয়াডের বাইরে থাকা এসেক্স কাউন্টি ক্লাবের তরুণ ব্যাটার রবিন দাসকে বদলি হিসেবে নামানো হয়। একইভাবে অতিরিক্ত হিসেবে ফিল্ডিং করেন এসেক্সের আরেক তরুণ ক্রিকেটার নিখিল গোরান্টলাও। ইংল্যান্ডের হয়ে অন্যরকম অভিষেকে রবিন দাস ও তার সতীর্থ নিখিল গোরান্টলাকে অভিনন্দন জানিয়েছে এসেক্স কাউন্টি, ‘ইংল্যান্ডের প্রথম টেস্টে লর্ডসে টুয়েলভথ ম্যানের দায়িত্ব পালন করায় নিখিল গোরান্টলা ও রবিন দাসকে শুভ কামনা। এগিয়ে যাও, উপভোগ কর এবং অভিজ্ঞতা নাও।’ সিলেটের সুনামগঞ্জের মৃদুল দাসের ছেলে রবিন দাস। মৃদুল ইংল্যান্ডে পাড়ি জমানোর পর ২০০২ সালে লেটোনস্টোনে রবিনের জন্ম। তিনি পড়াশোনা করছেন বেন্টউড শহরে। ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে দারুণ দ্বিশতক করেছিলেন রবিন দাস। ২০১৯ সালে এসেক্সের ‘একাডেমি প্লেয়ার অব দ্য ইয়ার’ সম্মাননা পান তিনি। ২০২০ সালের ভাইটালিটি ব্লাস্টে এসেক্সের মূল দলের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবিন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom