বলিউড তারকা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড তারকা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। দরজার তালা ভেঙে চোর ঢুকে টাকা ভর্তি সিন্দুক নিয়ে গেছে। সেই সঙ্গে সিনেমার নেগেটিভও নিয়ে গেছে চোর। তছনছ করেছে পুরো অফিস। বুধবার (১৯ জুন) রাতে অভিনেতার অফিসে চুরির ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় অনুপম এর একটি ভিডিও ‘পোস্ট’ করেছেন।অনুপম খের নিজের এক্স হান্ডেলে এ বিষয়ে লেখেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর অফিসের দুটি দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের সিন্দুকটি তুলে নিয়ে গিয়েছে এবং আমাদের প্রযোজনা সংস্থার নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গিয়েছে, যেগুলো একটি বাক্সে রাখা ছিল। তবে পুলিশ বলেছে, সিসিটিভি ক্যামেরায় দুজন চোরকেই দেখা গিয়েছে।’ সিন্দুকের টাকা, নেগটিভ ছাড়াও অফিস থেকে প্রায় চার লাখ টাকার জিনিসপত্র পাওয়া যাচ্ছে না।
অনুপম আরও জানান, পুলিশ আসার আগেই ভিডিওটি তার অফিসের লোকজন তুলে রাখে। যারা চুরি করছে, তাদের ঈশ্বর সৎ বুদ্ধি দিক- এমনটাই প্রত্যাশা অনুপমের। পুরো ঘটনায় আম্বোলি থানায় তিনটি ধারায় মামলা দায়ের করেন অনুপম।