আনোয়ারাকে দিয়ে শুরু হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান

আজ ২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

 আনোয়ারাকে দিয়ে শুরু হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আনোয়ারার মেয়ে মুক্তি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বিজয়ীদের তালিকা প্রকাশ হয়েছিল আগেই। আজ ২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এজন্য অনুষ্ঠানের শুরুতেই তিনি শিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

বেলা ১২টার দিকে শুরু হয় পুরস্কার প্রদান। অভিনেত্রী আনোয়ারার হাতে আজীবন সম্মাননা তুলে দেয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে শারীরিক অসুস্থতার জন্য নিজে উপস্থিত হতে পারেননি আনোয়ারা। তার হয়ে আজকের আয়োজনের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আনোয়ারার মেয়ে মুক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য ২৭টি বিভাগে এবারে ৩০টি পুরস্কার পাচ্ছেন ২৯ জন শিল্পী ও কলাকুশলী। অভিনেত্রী আনোয়ারার সঙ্গে এবার অভিনেতা রাইসুল ইসলাম আসাদকেও আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom