বিরল ড্রোন হামলা চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের
আল-জাজিরার খবরে বলা হয়েছে, ওই গাড়িতে কারা ছিল তা এখনও জানা যায়নি। তবে ইসরাইলের তরফে হামলার বিষয়ে ছোট একটি বিবৃতি দেয়া হয়।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পশ্চিম তীরে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এবার জেনিন শহরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে গাড়িতে থাকা তিন জন নিহত হয়েছেন। জেনিনে থাকা শরনার্থী শিবিরে সম্প্রতি বড় ধরণের অভিযান চালিয়েছে ইসরাইল। ওই অভিযানের প্রেক্ষিতে পশ্চিম তীরে থাকা ইহুদি বসতিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। এই উত্তেজনার মধ্যেই নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটলো। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ওই গাড়িতে কারা ছিল তা এখনও জানা যায়নি। তবে ইসরাইলের তরফে হামলার বিষয়ে ছোট একটি বিবৃতি দেয়া হয়।
এতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই গাড়ির মধ্যে সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছিল। তারা জালামাহ শহরে বন্দুক হামলার সঙ্গে যুক্ত। ইহুদিদের বেশ কয়েকটি বসতিতে হামলা চালিয়েছিল তারা। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই একটি ড্রোনের মাধ্যমে তাদের হত্যা করা হয়। পশ্চিম তীরে ড্রোন হামলার ঘটনা খুব বিরল। ফলে ফিলিস্তিনের প্রতিক্রিয়া কি হবে তা এখনও বুঝা যাচ্ছে না।