বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় শুরু
আজ সকাল ১০টায় গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে আয়োজিত এ মতবিনিময় শুরু হয়।
প্রথম নিউজ, অনলাইন: সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা শুরু করেছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। আজ সকাল ১০টায় গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে আয়োজিত এ মতবিনিময় শুরু হয়। মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু ও মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জমিয়তুল মুছলেহীন এর আমীর মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, জাতীয় পার্টির (জাপা) নেতা গোলাম মসীহ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, পীর সাহেব মোকামিয়া মাহমুদুল হাসান ফেরদৌস, খেলাফতে রব্বানী পার্টির চেয়ারম্যান মুফতি ফয়জুল হক জালালাবাদী। তবে জিএম কাদেরপন্থি জাতীয় পার্টির কেউ মতবিনিময় সভায় অংশ নেননি।