বর্তমান সরকার শ্রমিকদের ২০ ভাগ মর্যাদাও রক্ষা করেনি

বর্তমান সরকার শ্রমিকদের ২০ ভাগ অধিকার ও মর্যাদা রক্ষা করেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতারা। আজ গাজীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।

বর্তমান সরকার শ্রমিকদের ২০ ভাগ মর্যাদাও রক্ষা করেনি
গাজীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটির পরিচিতি সভা

প্রথম নিউজ, অনলাইন: বর্তমান সরকার শ্রমিকদের ২০ ভাগ অধিকারও রক্ষা করেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতারা। আজ গাজীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগের আঞ্চলিক কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।


বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শ্রমিকদের নিয়োগ বিধি তৈরি করেছিলেন। শ্রমিকদের দাবি শতভাগ পূরণ করেছিলেন। শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরপর  এরশাদ সরকারের  সময় শ্রমিকরা কোন দাবিতে আন্দোলন করলে তিনি তা মেনে নিতেন। এ সময় শ্রমিকদের ৮০ভাগ দাবি মেনে নেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার সরকারও শ্রমিকদের ৬০থেকে ৭০ ভাগ দাবি মেনে নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের আমলে শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত। আওয়ামী লীগের আমলে শ্রমিকদের কোন মর্যাদা নেই। বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে ৪০ ভাগ দাবি পূরণ হয়েছে। এ সময় সাধারণ শ্রমিকরা চিৎকার করে বলতে থাকেন বর্তমানে শ্রমিকদের ২০ভাগ মর্যাদাও নেই। বাংলাদেশের নিপীড়িত শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় নেতারা আরও বলেন,কোন দল ক্ষমতায় আছে বা কোন দল ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয় শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ঢাকা আঞ্চলিক বিভাগের সভাপতি সাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, কার্যকরি সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সহ-সভাপতি এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও ঢাকা আঞ্চলিক বিভাগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, আব্বাস উদ্দিন, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ সদু প্রমুখ। পরিচিতি সভাশেষে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: